সাইফুল ইসলাম
ঝিনাইদহে আমন ধান গোছানো প্রায় শেষের দিকে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় ৯৯ দশমিক ২০ ভাগ ধান কাটা থেকে শুরু করে ঘরে তোল শেষ হয়েছে। মৌসুমের শুরু থেকেই ধানের দাম ভালো পাচ্ছেন কৃষক। বিক্রি দামে খুশি কৃষক।
Thank you for reading this post, don't forget to subscribe!তেতুলতলা বাজারের ধান ব্যবসায়ী জাকির হোসেন বলেন, চাহিদার তুলনায় বাজারে ধান কম আসছে, তাই ধানের ভরা মৌসুমেও দাম কমেনি।
ডাকবাংলা বাজারে ধানবিক্রি করতে আসা কৃষক আমিরুল ইসলাম, সাব্দার হোসেন, আতিয়ার রহমান বলেন, তারা ব্রিধান ৫১ প্রতিমন ১ হাজার ৪৭০-৭৫ টাকায় বিক্রি করেছেন। তাদের মতে ধানের বাজার ভালো।
জেলার অন্যতম ধানের হাটগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ব্রিধান ৫১ প্রতিমন ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৪৭০ টাকা, বাশমতি (ব্রিধান ৫০) প্রতিমন ২ হাজার থেকে ২ হাজার ১৫০ টাকা, স্বর্ণাধান সাড়ে ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৩৭৫ টাকা, ব্রিধান ৪৯ প্রতিমন সাড়ে ১ হাজার ৪০০ টাকা, ধানিগোল্ড ১ হাজার ৪০০ টাকাসহ ধানের মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
জেলা কৃষক সম্প্রসারণ অধিদফতরের (সংযুক্ত) উপ-সহকারী কৃষি অফিসার সাঈদ সিদ্দিকী বলেন, আমন ধান আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৮৮ হেক্টর, যা লক্ষ্যমাত্রা থেকে ৩ হেক্টর বেশি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি জমিতে ধরা হয় ৩ দশমিক ৬০ মেট্রিক টন, কিন্তু এখন পর্যন্ত ৩ দশমিক ৫৯ মেট্রিক টন উৎপাদন হয়েছে।