আসাদুল ইসলাম আবির, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা পরিবেশক ( ডিলার) সমিতির অফিসে ঝিনাইদহ টিসিবির ( ডিলার) পরিবেশক সমিতির গঠন করা হয়েছে। সভাপতি এস এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন ও সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন সিনঃ সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও যুগ্ম সম্পাদক সুমন হোসেন কে করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির অফিস রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিব রনক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সুশীল সরকার, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মতিন মুক্ত, যুগ্ম সম্পাদক লিটু, দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, পরিবেশক সমিতির অর্থ সম্পাদক খুরশিদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আ. সবুর সহ আরো অনেক।
টিসিবির ডিলাররা একে একে বলেন আমরা টিসিবির পন্য বিক্রি করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখে হতে হচ্ছে। আমার মালামাল জোর করে নিয়ে নিচ্ছে। না হলে নগদ টাকা দিতে হচ্ছে, এমনকি গায়ে হাত ও তুলছে। মামামাল নিয়ে টাকা দিচ্ছে না। আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিলে কোন সহযোগিতা পাচ্ছিনা। অনেক ডিলার আছে ভয়ে মালের ডিও করছে না। সরকারি নিয়ম আছে পরপর তিন মাস ডিও না করলে ডিলার বাতিল হয়ে যাবে।
আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য আজ আমরা জেলা ডিলার সমিতির কাছে এসেছি। আজ আমরা একটা টিসিবির ডিলার সমিতি গঠন করবো।
প্রধান অতিথি আহসান হাবিব রোনক বলেন আপনারা আমাদের পরিবেশক সমিতির সদস্য হলে আপনাদের বিপদের সময় আমরা পাশে গিয়ে দাঁড়াবো। আর একটা কথা পরিস্কার করে বলছি সকল ডিলারকে পর্যাক্রমে পরিবেশক সমিতির আওতায় আসতে হবে।