স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আহসানুল ইসলাম অর্কিড (৩২) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আযীম আনোয়ারের ভাইপো মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকেন। অর্কিডও বিবাহিত এবং দুই সন্তানের জনক।
বুধবার মীমাংসার কথা বলে তারিন অর্কিডকে যশোরে ডেকে আনেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এক ব্যক্তি অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
অগ্নিদগ্ধ অবস্থায় অর্কিড চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তার পরিবারকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অর্কিডকে উদ্ধার করেন। ভয়ে যশোরের কোনো হাসপাতালে ভর্তি না করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
অর্কিডের মা জানান, “আমার ছেলেকে যখন উদ্ধার করে আনছিলাম, তখন রিংকু ও তারিন জোরপূর্বক ভিডিও ধারণ করে নেয়। নাহলে তারা ছেলেকে নিয়ে আসতে দিচ্ছিল না। বর্তমানে আমি ঢাকায় ছেলের সঙ্গে আছি, তার অবস্থা আশঙ্কাজনক।