নিজস্ব প্রতিবেদক
রাজধানী উত্তরার বউ বাজারে বিকল্প কর্মসংস্থানেরর দাবিতে মানববন্ধন করেছে উচ্ছেদের শিকার হওয়া স্ট্রিট ফুডের ফুডকোর্টের মালিকরা। শুক্রবার (১৫ নভেম্বর) বউবাজার ফুডকোর্ট মালিক সমিতি মানববন্ধনের আয়োজন করে।
Thank you for reading this post, don't forget to subscribe!ফুডকোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে ১২০টি ফুডকোর্টের দোকান ছিল। মালিক কর্মচারীসহ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক। সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ ৬০০। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষের ক্ষুধা নিবারণ হতো এই ফুডকোর্টগুলা থেকে।
তিনি আরো বলেন, কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজউক কিছুদিন পর পর এসে সব দোকানপাট ভেঙ্গে দেয়। যা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা দোকান মালিক সমিতির সকলে আজ উপস্থিত থেকে এই মানববন্ধন করছি।
মানববন্ধনে সবাই একসাথে স্লোগান দিতে থাকে, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে। স্বাধীনভাবে বাঁচতে চাই, কর্ম করার জায়গা নাই কর্ম করার জায়গা চাই। ফুডকোর্টের এক নারী ব্যবসায়ী সুমি বলেন, আমার পরিবারের চিকিৎসার অর্থ এখন আর ব্যবস্থা হচ্ছে না, বাচ্চার স্কুলের বেতন দেওয়া এখন বন্ধ, আমি অসহায় হয়ে গেছি ।
এই মানববন্ধন নিয়ে রাজউক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আজ এই মানববন্ধনের বিষয়ে তেমন কিছুই বলা যাবে না। তবে এটা সত্য যে তারা অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে, আর অবৈধ স্থাপনা রাজউক ভেঙে দেবে এটাই স্বাভাবিক নিয়ম।