সাইফুল ইসলাম
ঝিনাইদহে ৫ হাজার ৯’শ ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ, গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের এই উপকরণ বিতরণ করে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১৭টি ইউসিয়নের ৫ হাজার ৯’শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫.০৭ মেট্রিক টন উন্নত জাতের শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারী বীজ এবং ১২০.৫ মেট্রিক টন রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।