আব্দুল জাব্বার, শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপায় বিষপানের ১২ দিন পর রিয়া খাতুন নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে ।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনাটি ঘটেছে শৈলকুপা উপজেলার পৌর এলাকার সাতগাছি গ্রামে, জানা যায় রিয়া খাতুন ( ১৭) সাতগাছি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
সে শৈলকুপা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের ন্যায় গত ১১/১০/২৪ ইং তারিখ বিকাল অনুমান ৫ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় বাজার থেকে স্পিড এনার্জি ড্রিঙ্ক এর বোতলে বিষ জাতীয় কোন কিছু খেতে খেতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
আত্মীয়-স্বজন তাহার অসুস্থতা দেখে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে ভর্তি করে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে এসে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ দেখে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, সেখান থেকে চিকিৎসা গ্রহণ শেষে গত ১৭/১০/২৪ ইং বাড়ি নিয়ে যায়। বাড়িতে থাকা অবস্থায় ২৩-১০২৪ ইং তারিখ রাত অনুমান ০৩ টার সময় নিজ বসত বাড়িতে রিয়া খাতুনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুম খান জানান এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।