ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি: অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর: বাংলা দ্বিতীয় পত্র

অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর: বাংলা দ্বিতীয় পত্র

সপ্তম পরিচ্ছেদ: স্বরধ্বনি

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?

Thank you for reading this post, don't forget to subscribe!

ক. উচ্চতা           খ. সম্মুখ

গ. পশ্চাৎ            ঘ. সবগুলোই সঠিক

২. ‘উ’ কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান-

ক. উচ্চ-সম্মুখ   খ. নিম্ন-সম্মুখ

গ. উচ্চ-পশ্চাৎ ঘ. নিম্ন-পশ্চাৎ

৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?

ক. সংবৃত            খ. বিবৃত

গ. অর্ধ-সংবৃত   ঘ. অর্ধ-বিবৃত

৪. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?

ক. ২ প্রকার        খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার         ঘ. ৫ প্রকার

৫. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?

ক. অনুনাসিকতা              খ. অর্ধস্বর

গ. দীর্ঘস্বর            ঘ. পূর্ণস্বর

৬. যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-

ক. অনুনাসিকতা              খ. অর্ধস্বর

গ. দীর্ঘস্বর            ঘ. পূর্ণস্বর

৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-

ক. দ্বিস্বরধ্বনি     খ. মৌলিক স্বরধ্বনি

গ. স্বল্প স্বরধ্বনি  ঘ. স্বরধ্বনি

৮. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

ক. অ+ই               খ. আ+এ

গ. আ+ ও             ঘ. আ+উ্

৯. উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ    খ. ই

গ. উ      ঘ. ব

১০. উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?

ক. অ্যা খ. ও

গ. উ      ঘ. হ

১১. নিম্ন-মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি হলো-

ক. অ্যা খ. ও

গ. উ      ঘ. ব

১২. উচ্চারণের সময় জিভের অবস্থানের দিক থেকে ‘আ’ কোন ধরনের স্বরধ্বনি?

ক. সম্মুখ              খ. পশ্চাৎ

গ. মধ্য  ঘ. উচ্চ-মধ্য

১৩. উচ্চারণের সময় জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কত ভাগে বিভক্ত?

ক. ৪ ভাগে          খ. ৫ ভাগে

গ. ৬ ভাগে          ঘ. ৭ ভাগে

১৪. উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ-

ক. নিচে নামে    খ. উচ্চ-মধ্য থাকে

গ. মাঝে থাকে   ঘ. উপরে ওঠে

১৫. নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিভ কোন অবস্থানে থাকে?

ক. নিচে নামে    খ. উচ্চ-মধ্য থাকে

গ. মাঝে থাকে   ঘ. উপরে ওঠে

১৬. উচ্চারণে জিভের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি?

ক. অ    খ. আ

গ. উ      ঘ. ব

১৭. ‘উ’ ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন?

ক. বিবৃত              ক. সংবৃত

গ. অর্ধ-বিবৃত     ঘ. অর্ধ-সংবৃত

১৮. নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি?

ক. এ      খ. আ

গ. উ      ঘ. ব

১৯. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ স্বরধ্বনি?

ক. ই      খ. আ

গ. উ      ঘ. ব

২০. কোন ধরনের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত হয়?

ক. বিবৃত              খ. সংবৃত

গ. অর্ধ-বিবৃত     ঘ. অর্ধ-সংবৃত

২১. অর্থ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?

ক. অ, অ্যা          খ. অ, ক

গ. অ, হ                ঘ. হ, গ

২২. নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি?

ক. ই      খ. আ

গ. উ      ঘ. ব

২৩. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?

ক. ২টি  খ. ৪টি

গ. ৮টি  ঘ. ১০টি

২৪. কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়-

ক. অনুনাসিক স্বরধ্বনি

খ. নাসিক্য স্বরধ্বনি

গ. দ্বিস্বরধ্বনি

ঘ. মৌখিক স্বরধ্বনি

২৫. ‘মৌ’ শব্দটির দ্বিস্বরধ্বনিতে কোন কোন স্বরধ্বনি রয়েছে?

ক. অ+উ              খ. অ+ঊ

গ. ও+উ ঘ. ও+ঊ

২৬. দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কী কী?

ক. এ এবং ঐ      খ. ই এবং ঈ

গ. ও এবং ঔ       ঘ. ঐ এবং ঔ

২৭. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?

ক. সম্মুখ ধ্বনি   খ. পশ্চাৎ ধ্বনি

গ. স্বরধ্বনি          ঘ. কেন্দ্রীয় স্বরধ্বনি

২৮. কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি হয়?

বা, কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?

ক. অ ধ্বনির       খ. ক ধ্বনির

গ. ও ধ্বনির         ঘ. চ ধ্বনির

২৯. কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?

ক. আ ধ্বনির      খ. ক ধ্বনির

গ. ও ধ্বনির         ঘ. চ ধ্বনির

৩০. নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি?

ক. আ   খ. ক

গ. ও      ঘ. চ

উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ,  ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. ক,  ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ক, ৩০. ক।

আরও পড়ুন

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

ডেস্ক রিপোর্ট নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন।Thank you