নবম অধ্যায়: উদ্ভিদ শরীরতত্ত্ব
Thank you for reading this post, don't forget to subscribe!তৃতীয় পরিচ্ছেদ: সালোকসংশ্লেষণ
সুনির্মল চন্দ্র বসু
সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ
সখিপুর, টাঙ্গাইল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কাজের দিক থেকে নিচের কোন জোড়ার সদস্যরা বেশি সাদৃশ্যপূর্ণ?
(ক) ADP ও ATP (খ) DNA ও ATP
(গ) RNA ও ADP (ঘ) DNA ও FAD
২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কত
কার্বনবিশিষ্ট?
(ক) ৩ কার্বনবিশিষ্ট
(খ) ৪ কার্বনবিশিষ্ট
(গ) ৫ কার্বনবিশিষ্ট
(ঘ) ৬ কার্বনবিশিষ্ট
৩। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি?
(ক) পানি ও শর্করা
(খ) ATP ও শর্করা
(গ) NADP ও শর্করা
(ঘ) NADPH2 ও ATP
৪। ক্যালভিন চক্র কোথায় সংঘটিত হয়?
(ক) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে
(খ) ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে
(গ) সাইটোপ্লাজমে
(ঘ) মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে
৫। কোন ধরনের শৈবালে কার্বন বিজারণের চক্রাকার গতিপথ ক্যালভিন চক্র আবিষ্কৃত হয়?
(ক) Chlorella (খ) Anabaena
(গ) Nostoc (ঘ) Spirulina
৬। ক্যালভিন চক্র/ C3 চক্রের CO2-এর গৃহীতা কোনটি?
(ক) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(খ) ম্যালিক অ্যাসিড
(গ) রাইবুলোজ ১.৫ বিসফসফেট
(ঘ) ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড
৭। ক্যালভিন চক্রের অস্থায়ী পদার্থ কোনটি?
(ক) সালফিউরিক অ্যাসিড
(খ) কার্বনিক অ্যাসিড
(গ) অক্সালিক অ্যাসিড
(ঘ) কিটো অ্যাসিড
৮। C3 চক্রের CO2 গ্রহণকারী যৌগটি কত কার্বনবিশিষ্ট?/ ক্যালভিন চক্রে বায়ুস্থ CO2 ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে কয় কার্বনবিশিষ্ট যৌগের সঙ্গে যুক্ত হয়?
(ক) ৩ কার্বনবিশিষ্ট (খ) ৪ কার্বনবিশিষ্ট
(গ) ৫ কার্বনবিশিষ্ট (ঘ) ৬ কার্বনবিশিষ্ট
৯। ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী যৌগ কোনটি? / CO2 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
(ক) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
(খ) ম্যালিক অ্যাসিড
(গ) ৩-ফসফোগ্লিয়ারলডিহাইড
(ঘ) ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড
১০। সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটিতে?
(ক) স্ট্রোমা
(খ) অক্সিসোম
(গ) স্ট্রোমা ল্যামেলাম
(ঘ) থাইলাকয়েড
১১। ক্যালভিন চক্রে ২ অণু গ্লুকোজ তৈরির জন্য কতবার ঘুরে?
(ক) ১ বার (খ) ২ বার
(গ) ৬ বার (ঘ) ১২ বার
১২। C3 উদ্ভিদ-
(i) ধান, পাট
(ii) আম, জাম
(iii) কলা, লিচ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. ক, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. গ,
৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ।