উত্তরায় বিকল্প কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক রাজধানী উত্তরার বউ বাজারে বিকল্প কর্মসংস্থানেরর দাবিতে মানববন্ধন করেছে উচ্ছেদের শিকার হওয়া স্ট্রিট ফুডের ফুডকোর্টের মালিকরা। শুক্রবার (১৫ নভেম্বর) বউবাজার ফুডকোর্ট মালিক সমিতি মানববন্ধনের আয়োজন করে। ফুডকোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে ১২০টি ফুডকোর্টের দোকান ছিল। মালিক কর্মচারীসহ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক। সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ […]