ডেস্ক অনুবাদ
Thank you for reading this post, don't forget to subscribe!বিলুপ্তির হাত থেকে বিপন্ন প্রজাতির স্পটেড বা দাগযুক্ত প্যাঁচাকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী কর্মকর্তারা একটি বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছেন। তারা আগামী তিন দশকে ব্যারেড প্রজাতির প্রায় ৫ লাখ প্যাঁচা মেরে ফেলার পরিকল্পনা করেছেন।
গত সপ্তাহে ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের প্রকাশিত কৌশলের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ওরেগন, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়া রাজ্যের বনাঞ্চলে স্পটেড প্যাঁচার সংখ্যা বাড়ানোর জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী কর্মকর্তারা। পশ্চিম উপকূলের ঘন জঙ্গলে প্রায় ৫ লাখ ব্যারেড প্যাঁচা গুলি করে মেরে ফেলবেন প্রশিক্ষিত শুটাররা।
আমেরিকান এক সংস্থার প্রকাশিত নথি থেকে জানা গেছে, আগামী তিন দশকে প্রায় সাড়ে ৪ লাখ ব্যারেড প্যাঁচা গুলি করে মেরে ফেলা হবে। পূর্ব আমেরিকা থেকে আগত এই আক্রমণকারী প্রজাতিরা পশ্চিমা অঞ্চলে ঢুকে পড়ায় তাদের সঙ্গী হিসেবে থাকা বিপন্ন স্পটেড প্যাঁচার বাস্তুসংস্থান দখল করে নিচ্ছে। ফলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ছোট প্যাঁচা, উত্তরের স্পটেড প্যাঁচা ও ক্যালিফোর্নিয়ার স্পটেড প্যাঁচাগুলো আক্রমণকারী ব্যারেড প্যাঁচার কাছে অসহায় হয়ে পড়েছে।
স্পটেড প্যাঁচা এবং ব্যারেড প্যাঁচা উভয়ই উত্তর আমেরিকার স্থানীয় প্রজাতি। ব্যারেড প্যাঁচা বড় এবং আক্রমণাত্মক। তারা স্পটেড প্যাঁচার খাদ্য এবং আবাসস্থল দখল করছে। ফলে স্পটেড প্যাঁচার সংখ্যা হ্রাস পাচ্ছে, কিছু এলাকায় এগুলো বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ব্যারেড প্যাঁচার বংশবৃদ্ধির হার বেশি হওয়ায়, এদের সংখ্যা দ্রুত বাড়ছে।
ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের অরেগন রাজ্যের তত্ত্বাবধায়ক কেসিনা লি বলেন, ‘কয়েক দশকের সহযোগিতামূলক সংরক্ষণ প্রচেষ্টার পরও উত্তরের স্পটেড প্যাঁচা বিপদে পড়ছে। এগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে। স্পটেড প্যাঁচাগুলো নিজের সমগোত্রের প্যাঁচার কাছেই দুর্বল হয়ে পড়ছে।
এক প্রজাতির পাখিকে বাঁচাতে আরেক প্রজাতিকে হত্যা করার পদ্ধতি বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞ ও সচেতন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এই পদ্ধতি পশ্চিমা উপকূলে সামুদ্রিক মাছ রক্ষায় সি লায়ন মেরে ফেলার সঙ্গে মিল রয়েছে।
কিছু সংরক্ষণ বিশেষজ্ঞ অনিচ্ছা সত্ত্বেও এই পদ্ধতিকে মেনে নিয়েছেন, আবার কেউ কেউ মনে করেন, এটি প্রয়োজনীয় বনাঞ্চল সংরক্ষণ থেকে দৃষ্টি এড়ানোর একটি কৌশল। আগামী বসন্তে বন্দুক দিয়ে গুলি করে ব্যারেড প্যাঁচা হত্যা করা শুরু হতে পারে। মেগাফোনের সাহায্যে রেকর্ড করা ব্যারেড প্যাঁচার ডাক বাজিয়ে পাখিগুলোকে আকৃষ্ট করা হবে, পরে তাদের গুলি করা হবে। মৃত পাখি গুলোকে ঘটনাস্থলেই মাটি চাপা দেওয়া হবে।