নিজস্ব প্রতিবেদন
Thank you for reading this post, don't forget to subscribe!বর্ণিল আর আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা হচ্ছে সূর্যগ্রহণ। আগামীকাল সোমবার বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এই গ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি মানুষ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চল থেকে তিন মিনিট ৪০ সেকেন্ড স্থায়ী পূর্ণ সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে আছেন তারা। তবে ঝড়বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে হয়তো তাদের সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে। তা সত্ত্বেও সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছেন তারা। বসে নেই শহর কর্তৃপক্ষও।
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মেইন পর্যন্ত মূলত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তাই এই পথ ধরে জড়ো হয়েছেন লাখো পর্যটক। এ সময় তারা মোবাইল ফোনে লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি কথোপকথন করবেন। যার অতিরিক্ত চাপ পড়বে সেই সব মোবাইল কোম্পানির নেটওয়ার্ক ও টাওয়ারের ওপরে। তখন হয়তো অনেককে ফোন কল দিয়েও নির্ধারিত গ্রাহকের সংযোগ পেতে বেশ বেগ পেতে হতে পারে। অতিরিক্ত চাপকে মাথায় রেখে সেই অঞ্চলে আরও বেশি টাওয়ার স্থাপন করেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানিগুলো। খবর সিএনএন
এবিষয়ে ভ্যারিসন এবং টি-মোবাইল অপারেটরের মুখপাত্র ক্রিস স্যারিকো জানিয়েছেন, ৮ এপ্রিলের সূর্যগ্রহণের কোনো প্রভাব আমাদের নেটওয়ার্কের ওপর পরবে না। তবে সূর্যগ্রহণ যেসব অঞ্চল থেকে পরিষ্কার দেখা যাবে, সেই সব অঞ্চলে জড়ো হবে লাখো মানুষ। তাদের নিরবচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিত করতে সেই অঞ্চল অন্তত ৬০টি টাওয়ার সক্রিয় করেছে তারা।
অন্যদিকে বিরল সূর্যগ্রহণ দেখা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পূর্ণ এই সূর্যগ্রহণ খালি চোখে দেখতে নিষেধ করা হয়েছে। কারণ এক্ষেত্রে চোখের ক্ষতি হতে পারে। এজন্য বিশেষ ধরনের গ্লাস দিয়ে এটি দেখার আহ্বান জানানো হয়েছে। তবে সাধারণ কোনো সানগ্লাস এ ক্ষেত্রে নিরাপদ হবে না, বিশেষভাবে তৈরি সানগ্লাস ব্যবহার করতে হবে