টেক ডেস্ক
বিশ্বব্যাপী জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। ওপেনএআই সম্প্রতি এই নতুন সুবিধা চালু করেছে, যা এআইয়ের প্রতি মানুষের আরও আগ্রহ তৈরি করবে।
Thank you for reading this post, don't forget to subscribe!এখন থেকে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের ২ দশমিক ৭ বিলিয়ন ব্যবহারকারীর যে কেউ এই এআই টুলের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন। এর জন্য হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করতে ওপেনএআই অ্যাকাউন্ট লগইন করার দরকার নেই। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ১-৮০০-চ্যাটজিপিটি নম্বরে কল করে এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সরাসরি ভয়েস চ্যাটও করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে যোগাযোগের জন্য +১১৮০০২৪২৮৪৭৮ নম্বরটি কন্ট্যাক্ট লিস্টে যোগ করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপে এটি শুধু টেক্সট চ্যাট সাপোর্ট করে এবং এর কিছু সীমাবদ্ধতা রয়েছে।
যুক্তরাষ্ট্রে ফোনের মাধ্যমে এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের জন্য প্রতি মাসে ১৫ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ রয়েছে। তবে এই পরিষেবা কেবল মার্কিন ফোন নম্বর থেকে ডায়ালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
চ্যাটজিপিটি গ্রুপ চ্যাটে যোগ করা সম্ভব নয়। ওপেনএআই তাদের শর্ত লঙ্ঘনকারী ব্যবহারকারীদের ব্লক করার কথা জানিয়েছে।
ওপেনএআইয়ের প্রোডাক্ট ম্যানেজার বলেন, ‘এআই ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি মানুষের জন্য প্রতিবন্ধকতা দূর করতে আমরা কাজ করছি। পরিচিত মাধ্যমগুলোর মাধ্যমে চ্যাটজিপিটি সহজলভ্য করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, ‘এটি একটি পরীক্ষামূলক পরিষেবা। ভবিষ্যতে এর প্রাপ্যতা ও সীমাবদ্ধতা পরিবর্তিত হতে পারে। তবে আরও উন্নত টুল, বেশি ব্যবহারের সুযোগ ও ব্যক্তিগতকরণের জন্য চ্যাটজিপিটির মূল অ্যাকাউন্টের সুবিধা নেওয়া ভালো।’
হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ মেটার এআই প্রযুক্তির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। মেটা ইতোমধ্যে তাদের অ্যাপগুলোর মধ্যে মেটা এআই চালু করছে। ওপেনএআইয়ের এই নতুন উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহজতর করে আরও বেশি ব্যবহারকারী আকর্ষণ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।