মেজবাউর রহমান, ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশী অভিযান ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত) মো. মুনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল ৩০ (ত্রিশ) বোতল মাদক ফেনসিডিলসহ মো. মিঠুন মন্ডল (৩০)কে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মিঠুন মন্ডল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের বাসিন্দা । এসআই (নি.)/ মো. মুনিরুল ইসলাম এর নেতৃত্বে আরেকটি আভিযানিক দল ১২ (বারো) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ আসামি মো: আলতাফ হাওলাদার (৫৫), কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলতাফ হাওলাদার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত আব্দুল বারিক হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার তথ্যমতে গত ২৮ই মে মঙ্গলবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ এই দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল এর মূল্য যথাক্রমে আনুমানিক-৯০,০০০ ও ৩৬০০০ টাকা। উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীদের তল্লাশীকালে তাদের কাছে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় থাকা মাদকদ্রব্য ফেনসিডিল নিজ হাতে বের করে দেয়।
ডিবি পুলিশের ভাষ্যমতে আসামী দুজন দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল ক্রয় করে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।